হালুয়াঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটিতে আরও তিনজন উপদেষ্টা নিযুক্ত
‘আলোকিত হালুয়াঘাট’ গড়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন হালুয়াঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন আরও তিনজন গুণী ও প্রতিশ্রুতিশীল ব্যক্তিত্ব।
নতুনভাবে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত হয়েছেন—সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও সদ্য বিদায়ী সিনিয়র সহ-সভাপতি, জাতীয় দৈনিক আজকের প্রভাত পত্রিকার সিনিয়র রিপোর্টার শাহ দেলোয়ার হোসেন; বাংলাদেশ প্রতিদিন-এর সিনিয়র সাংবাদিক রুকনুজ্জামান খান অঞ্জন; এবং শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুল আরেফিন (স্বপন)।
নবনিযুক্ত তিন উপদেষ্টা সকলেই হালুয়াঘাটের কৃতী সন্তান। পেশাগত জীবনে সাফল্যের পাশাপাশি তাঁরা সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সময় সংগঠনের নানামুখী কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁদের অন্তর্ভুক্তি সংগঠনের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।
হালুয়াঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন এরইমধ্যে তাঁদের সুদূরদর্শী নেতৃত্ব, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে বহু সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। উপদেষ্টা পরিষদে তাঁদের যুক্ত হওয়ায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে বলে আশা করি। হালুয়াঘাট দর্পণ পরিবারের পক্ষ থেকে নবনিযুক্ত উপদেষ্টাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
১২ এপ্রিল ২০২৫
হালুয়াঘাট দর্পণ